মা, ওদের টাকা দাও, নইলে মেরে ফেলবে

opohoযশোর বিসিএমসি কলেজের প্রথমবর্ষের ছাত্র ছাত্র সুমনকে (১৭) অপহরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে একটি ফোন থেকে সুমনকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। এরপর তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এক পর্যায়ে সুমন ওই নাম্বার থেকে বলেন, মা, তুমি টাকা দিয়ে দাও, নইলে ওরা আমাকে মেরে ফেলবে।

ঘটনার পরই সুমনের স্বজনরা নিশ্চিত হয় সে অপহরণ হয়েছে। অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশ থানায় সাধারণ ডায়েরি এন্ট্রি করে। সুমন শহরের কারবালা পুকুরপাড় এলাকার হালিম হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সুমন বৃহস্পতিবার বিকেলে কলেজে কোচিং করতে গিয়েছিল। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি বলে পরিবারের স্বজনা অভিযোগ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হলেও শুক্রবার দুপুরে মোবাইলে সুমনের মায়ের কাছে মুক্তিপণ দাবি করা হলে অপহরণের বিষয়টি স্পষ্ট হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *