নদী ইস্যুতে বিজেপি-কংগ্রেসের নীতি এক : মেজর হাফিজ

hafiনদী ইস্যুতে বিজেপি-কংগ্রেস একই নীতি অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাব মিলানায়তনে ‘ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

হাফিজ বলেন, পানির জন্য আজ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে তা নিয়ে ভারতের কোনো সরকার আলোচনায় বসতে রাজি হয়নি। কূটনৈতিকভাবে তা সমাধানের জন্য প্রয়োজন একটি দেশপ্রেমিক সরকার।
এসময় তিনি পানির ন্যায্য হিস্যার জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নতজানু বা দালাল সরকার ক্ষমতায় থাকলে বিজেপির কাছ থেকে আমরা কিছুই পাবো না।

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার ও পরিবেশ বিজ্ঞানী ড. সৈয়দ সফিউল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *