চলতি মাসে প্রবাসী আয় ৩৮ কোটি ডলার

full_554240365_1400223247 চলতি মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট রেমিটেন্স পাঠিয়েছেন ৩৮ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের প্রথম ৯ দিনে রেমিটেন্স এসেছে ৩৭ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। 
এপ্রিলে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ১২৩ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর মার্চে ছিল ১২৮ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
তথ্যানুযায়ী, আলোচ্য সময় প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রীয় মালিকানাধীন ৪ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছেন ১১ কোটি ১০ লাখ মার্কিন ডলার। একটি বিশেষায়িত ব্যাংকের (বাংলাদেশ কৃষি ব্যাংক) মাধ্যমে সাড়ে ৫২ লাখ মার্কিন ডলার। 
বেসরকারি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন ২৫ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। বিদেশি ৭টি ব্যাংকের মাধ্যমে ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
প্রবাসীদের কাছ থেকে আসা ব্যাংক ব্যবস্থায় সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ব্যাংকটিতে প্রবাসীরা পাঠিয়েছেন সাড়ে ১০ কোটি মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *