সংযুক্ত আরব আমিরাতে দুই বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ পান করানো আবশ্যক ঘোষণা দিয়ে আইন পাস করেছে দেশটির সরকার। আইন অনুযায়ী মা তার শিশুকে বুকের দুধ দিতে রাজি না থাকলে মামলা করার বিধান রাখা হয়েছে।
দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিল এই আইনটি পাস করেছে।
আইনে বলা হয়েছে, যদি মা তার সন্তানকে বুকের দুধ পান না করান, তাহলে বাবা অর্থাৎ তার স্বামী আইন অনুযায়ী স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।
আইনটি পাস করার সময় দেশটির সংসদে সমাজকল্যাণমন্ত্রী মারিয়াম আল রুমি জোর আপত্তি তুলে বলেন, এটা নারীদের জন্য বিপজ্জনক হতে পারে। কারণ এ আইনের কারণে নিজে দুধ পান করাতে অনিচ্ছুক কোনো নারীর বিরুদ্ধে স্বামীদের মামলা করার অধিকার প্রতিষ্ঠা পাবে। যা নারীদের সমস্যায় ফেলবে।
তবে সমাজকল্যাণমন্ত্রীর এমন বক্তব্য দেশটির অনেক মন্ত্রীই সমর্থন করেননি। আর যারা সমর্থন করেননি তাদের বক্তব্য, একজন মায়ের দায়িত্ব তার শিশুকে বুকের দুধ পান করানো। কিন্তু অধিকাংশ সময় মা তার শিশুকে নিজে দুধ পান না করিয়ে অন্যকে দায়িত্ব দিয়ে এ কাজ করান। যা মোটেও ঠিক নয়। এ ব্যাপারে মায়েদের সচেতন করতেই এই আইন।