একে অপরের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে সম্মত হয়েছে তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের দুই বড় প্রতিষ্ঠান অ্যাপল ও গুগল। মোইলফোন প্রযুক্তির কিছু প্যাটেন্ট নিয়ে একে অপরের বিপক্ষে এ দুই কোম্পানির কয়েক ডজন মামলা রয়েছে।
সম্প্রতি এক যৌথ বিবৃতিতে কোম্পানি দ জানায়, তারা এখন থেকে প্যাটেন্ট সংস্কারের কিছু বিষয়ে একত্রে কাজ করবে। তবে একে অপরের প্রযুক্তি ব্যবহারের স্বত্ব এ উদ্যোগের আওতায় পড়বে না।
এদিকে, মে মাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার একটি আদালত দক্ষিণ কোরিয় কোম্পানি স্যামসাংকে অ্যাপলের প্যাটেন্ট করা প্রযুক্তি বিনা অনুমতিতে ব্যবহারের দায়ে অভিযুক্ত করে। আদালত স্যামসাংকে এ বাবদ ১১৯ দশমিক ছয় মিলিয়ন ডলার বা ৯২৮ কোটির টাকা অ্যপালকে দেওয়ার আদেশ দেয়।
অপরদিকে অ্যাপলকেও স্যামসাংয়ের প্যাটেন্ট করা প্রযুক্তি বিনা অনুমতিতে ব্যবহারের দায়ে অভিযুক্ত করে একই আদালত। এ বাবদে অ্যপালকে ১৫৮ হাজার ডলার বা এক কোটি ২২ লাখ টাকা জরিমানা করা হয়। ওই অর্থ ক্ষতিপূরণ হিসেবে স্যামসাং পাবে।
উল্লেখ্য, অ্যাপল তাদের তৈরি আইফোনে গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করে থাকে।