রংপুরে নিজেকে নবী দাবিকার ভণ্ড ফিরোজ কবিরকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুর ৩টার দিকে তাকে আটক করা হয়। র্যাব-১৩ কমান্ডার মোতাহেরুল ইসলাম জানান, ভ- ফিরোজ দীর্ঘদিন থেকে মহানগরীর মাহীগঞ্জ বনহাজরা এলাকার দরবার শরীফ তৈরি করে অগ্নিপূজা ও ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিলেন। উল্লেখ্য, গত কয়েক মাস আগে রংপুরের আলেম সমাজ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়ে ভ- নবী ফিরোজ কবিরের অপতৎপরতা বন্ধের জোর আহ্বান জানিয়েছিলেন।
Leave a Reply