বিশ্বকাপ শুরু হতে দিন বাকি ২৬। এ নিয়ে আয়োজনের কমতি রাখা হচ্ছে না ব্রাজিলে। পর্যটকদের আকৃষ্ট করতে নানা মুখরোচক সব কিছুকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে কর্তৃপক্ষ। বাদ যায়নি যৌনকর্মীরাও। ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে তাদের বিনা মূল্যে ইংরেজি শেখার ব্যবস্থা করেছে ব্রাজিল সরকার!
তিনশতাধিকের বেশি যৌন কর্মী অংশ নিচ্ছে সরকারী অনুদানে চালু করা এসব ক্লাসে। যেখানে প্রাথমিক পর্যায়ের ইংরেজি বোল শেখানো হবে তাদের।
এ প্রসঙ্গে কথা বলেছেন প্রদেশ মিনাস গেরিয়াসের রাজধানী বেলো হরাইজন্তের যৌনকর্মীদের সংগঠনের সভাপতি সিডা ভিয়েরা। তিনি জানিয়েছেন, যেহেতু ব্রাজিলে যৌন ব্যবসা বৈধ। আর বিশ্বকাপ মওসুমে এই ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। তাই এর প্রয়োজন রয়েছে।
প্রসঙ্গত, বেল হরাইজন্তে ২৪ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে কোস্টারিকা। আর ব্রিটিশদের আকৃষ্ট করতেই সেখানে এ ধরণের উদ্যোগ নিয়েছে সরকার।