কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রটি গত ৯ মে টাঙ্গাইলের দুটি প্রেক্ষাগৃহে এবং পরে ১৬ মে দেশজুড়ে মুক্তি দেয়া হয়। কিন্তু মুক্তির দেয়ার আগ মুহূর্তে চলচ্চিত্রটির বিরুদ্ধে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নীতিমালা ভঙ্গের অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে গত ১৫ মে বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্রটির বাংলাদেশি পরিচালক-প্রযোজককে চিঠি পাঠিয়ে চলচ্চিত্রর প্রদর্শন বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু চলচ্চিত্রটির বাংলাদেশি পরিচালক ও প্রযোজক অনন্য মামুন মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ৬৭টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শন অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে জানতে অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার চলচ্চিত্রটির প্রদর্শন বন্ধ করার জন্যে মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা কিংবা চিঠি পাইনি। তাই চলচ্চিত্রটির প্রদর্শন বন্ধ করার প্রশ্নই ওঠে না।’
তথ্য মন্ত্রণালয় চিঠিটির একটি অনুলিপি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছেও পাঠিয়েছে। এ বিষয়ে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় থেকে সমিতি বরাবর একটি চিঠি পেয়েছি। চিঠিতে যৌথ প্রযোজনার নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিস্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের সমস্ত প্রেক্ষাগৃহে এর প্রদর্শন করা যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে।’
এদিকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নীতিমালা ভঙ্গের অভিযোগে চিঠি দেয়ার পাশাপাশি এফডিসির পরিচালক (অর্থ ও প্রশাসন) মো: শফিকুল ইসলামকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। সাতদিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে । রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে চলচ্চিত্রটির সেন্সর সার্টিফিকেট বাতিল করা হতে পারে বলে জনিয়েছে তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র।
এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে অনন্য মামুনকে একটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবারের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হলেও শনিবার জবাব পাঠিয়েছেন তিনি। এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘পরিচালক সমিতি থেকে আমাকে একটি নোটিশ পাঠিয়েছিল, আমি সেই নোটিশের জবাব দিয়েছি। আমার চলচ্চিত্রটির সেন্সর সার্টিফিকেট বাতিল করা হয়নি, তারপরও পরিচালক সমিতি থেকে এধরনের নোটিশ কেন পাঠানো হলো তাও জানতে চেয়েছি।’
‘আমি শুধু চেয়েছি তোমায়’ চলচ্চিত্রটির ব্যবসায়িক সাফল্য সম্পর্কে অনন্য মামুন বলেন, ‘আমার চলচ্চিত্রটি এখন পর্যন্ত ৬৭টি প্রেক্ষাগৃহে চলছে। আগামী সপ্তাহে আরো অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। গত দশ বছরে কোনো চলচ্চিত্র এধরনের ব্যবসা করতে পারেনি। তাই কোনো ধরনের ষড়যন্ত্রই এখানে টিকতে পারবে না।’
উল্লেখ্য, গত ১২ মে ‘তড়িঘড়ি করে মুক্তি পেলো আমি শুধু চেয়েছি তোমায়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। যার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।বাংলামেইল
Leave a Reply