ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এই ফোন করা হয়।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল
নতুন বার্তা ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে সকালে মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
এর আগে গত শুক্রবার নির্বাচনের ভোট গণনায় বিজেপির বিজয় নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ও জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন।