অনলাইন নিউজ পোর্টাল আজকের সময় ওয়েবসাইট রেঙ্কিং এ শীর্ষে

Ajker-Somoy-digital-logoডেস্ক নিউজ :
ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সময় ওয়েবসাইট রেঙ্কিং এ শীর্ষেঅবস্থান করছে এবং ফেনী জেলায় ১ম অবস্থানে আছে।
সূত্রে জানা যায়, লাখ লাখ ওয়েবসাইটের মধ্যে আজকের সময় এর অবস্থান ১১৪৭ । যত্রতত্রভাবে নামে বেনামে পরিচালিত হচ্ছে অনলাইন নিউজপেপার। তার মধ্যে নিয়মিত সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আজকের সময় পাঠকের মাঝে অবস্থান করে নিয়েছে। পাঠক প্রিয়তার কারনেই এই পত্রিকাটি এ অবস্থানে আছে পত্রিকা কর্তৃপক্ষ জানান। পাঠকদের ভালবাসা ও সার্বিক সহযোগিতার জন্য আজকের সময়’র প্রধান সম্পাদক তারিকুল হাসান ও সম্পাদক এম শরীফ ভূঞা সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
রেঙ্কিং সার্চ করে দেখা যায়, আজকের সময় ডট কম সারাদেশে ১১৪৭ – ফেনীতে ১ম, প্রথম ফেনী ডট কম সারাদেশে ৪৩৯২ – ফেনীতে ২য়, আলোকিত বাংলা ডট কম সারাদেশে ৪৪২০ – ফেনীতে ৩য়, ফেনীর সময় ডট কম সারাদেশে ১৫৪৪৫ – ফেনীতে ৪র্থ, আমাদেশ বার্তা ২৪ ডট কম সারাদেশে ২১৯৯৯ – ফেনীতে ৫ম, ছাগলনাইয়া ডট কম সারাদেশে ৪২৬৭২ – ফেনীতে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।

সকল বিজ্ঞাপন দাতাদের আমন্ত্রন জানান হচ্ছে আমাদের এই সাইটে আপনার পন্যের বিজ্ঞাপন  দেবার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *