মেয়েদের জন্য জিন্স নিষিদ্ধ করল উত্তরপ্রদেশের মহাপঞ্চায়েত। দুদিন আগে হওয়া ওই মহাপঞ্চায়েতে জড়ো হয়েছিলেন ৫২টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা, যাদের বেশির ভাগই উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের যাদব সম্প্রদায়ভুক্ত।
বারসানার সাধু রাম প্রসাদ জানিয়েছেন, মেয়েরা জিন্স পরা থেকে বিরত থাকুন, এ নির্দেশ বুধবারই প্রকাশ্যে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই মেয়েদের কী পরা উচিত, কী নয়, তা নিয়ে মহাপঞ্চায়েত কেন নির্দেশ দেবে, এ প্রশ্ন উঠেছে। স্থানীয় শিক্ষক অনুজ প্রসাদ বললেন, একেবারে অযৌক্তিক নির্দেশ। কেন গ্রামের মাথারা এ ধরনের ফতোয়া দেবেন? কী পরবে না পরবে, সেটা মেয়েরাই ঠিক করুক। যদিও মহাপঞ্চায়েতের আগের বেশ কিছু সিদ্ধান্ত এলাকার মানুষের সমর্থনই কুড়িয়েছে। এই মহাপঞ্চায়েতই নির্দেশ দিয়েছিল, মদ্যপান, পণ নেওয়া-দেওয়া ও অন্যান্য সামাজিক অপরাধ কখনোই মেনে নেওয়া হবে না। মহাপঞ্চায়েত আরো বলেছিল, ট্রাক্টর, গাড়ি বা মোটরসাইকেল উপহার দেওয়া চলবে না। অ:প্র