ফিরোজ আলম ভূঞাঁ রিগান, বিশেষ প্রতিনিধি :
ঢাকা ধানমন্ডি সরকারী বয়েজ হাই স্কুল হতে শাহরিয়ার সারোওয়ার রাতুল ২০১৪ ইং সালে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হইতে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়। একই স্কুল হইতে ২০১২ ইং সালে অনুষ্ঠিত জিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উর্ত্তীণ হয়।
তার এই অবদানে পিছনে রয়েছে তার মা শামিমা ইয়াসমিন ও শিক্ষকদের অবদান। সে নোয়াখালী জেলা, সেনবাগ উপজেলার, সেনবাগ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও ঢাকাস্থ সেনবাগ সাংবাদিক সমিতির সভাপতি গোলাম ছারওয়ার (রিপন) এর ছেলে।
সে সবার কাছে দোয়া প্রার্থী যেন ভবিষ্যতে আরও ভাল ফলাফল করতে পারে। তার এ সাফল্যে আজকের সময় পরিবার অভিনন্দন ও সফলতা কামনা করেন।