ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্থাপাড়া এলাকায় আজ মঙ্গলবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। নিহত দিনমজুর আবু হানিফের (৩৫) বাড়ি কুড়িগ্রাম জেলায় ও অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩১ জন যাত্রী নিয়ে একটি ট্রাক আজ ভোররাতে টাঙ্গাইল থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীরা সবাই দিনমজুর। ট্রাকটি সকাল ১১টার দিকে পান্থাপাড়া এলাকায় পেৌঁছলে বিপরীত দিক থেকে আসা টিআর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকযাত্রী দিনমজুর আবু হানিফসহ ঘটনাস্থলেই দুইজন নিহত ও অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।