পোশাক রাখাটাই যেন কষ্টকর!

rihannaবিবসনা হওয়ার ক্ষেত্রে জুড়ি নেই পপ গায়িকা রিহানার। শরীরে পোশাক রাখাটাই যেন তার কাছে সবচেয়ে কষ্টকর কাজ। আর তাই বার বার তিনি পোশাক খুলে ফেলে বিতর্কের জন্ম দিচ্ছেন।
শুক্রবার তিনি ঘটিয়েছেন এক নতুন কাণ্ড। তিনি গিয়েছিলেন বাস্কেটবলের আসর ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালের খেলা দেখতে। ওই ফাইনাল ম্যাচে ওকলাহামা সিটি থান্ডার মুখোমুখি হয়েছিল লস এঞ্জেলস ক্লিপারসের।
খেলা দেখতে যে পোশাক পরে গিয়েছিলেন তা হলো ব্লু -জিন্স এবং উপরে সাদা টপস। পায়ে ছিল হাই হিল। এ দিন রিহানা টপসের নিচে অন্তর্বাস না পরায় তার বক্ষ পরিষ্কাভাবে দেখা যাচ্ছিল।
কেলেঙ্কারীর এখানেই শেষ নয়, যখন সাংবাদিকরা তাঁর ছবি তুলতে যান তখন তিনি বাম হাতে তার বাম বক্ষ চেপে ধরে পোজ দেন। ঘটনায় উপস্থিতরা বেশ লজ্জা পেলেও রিহানা বেশ মজাই পেয়েছেন। তার দুষ্টুমি হাসিই তা প্রমাণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *