ছাগলনাইয়ায় অপহৃত শিশুকে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার,আটক ১

Feni-Child-Kidnaf-Arest-Picture-22-5-2014-100x119ফেনীর ছাগলনাইয়া উপজেলা দক্ষিণ মটুয়া এলাকা থেকে অপহৃত নয় বছরের শিশু শিক্ষার্থী আসলাম উদ্দিন মাসুদকে অপহরণের ১০ ঘন্টা পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে চট্টগ্রামের বারইয়ার হাট এলাকায় থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ আফসার (২০) নামে এক অপহরনকারীকে আটক করেছে।

অপহৃত শিশু আসলাম উদ্দিন মাসুদের মা হাছিনা বেগম জানান, উপজেলার আল ফালাহ কিন্ডার গার্টেনের ৩য় শ্রেণীর ছাত্র আসলাম উদ্দিন মাসুদ বৃহস্পতিবার সকাল ৭টায় দিকে শিশু স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এসময় দৃর্বৃত্তরা তাকে অপহরণ করে মাসুদের মায়ের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুপুর ২টার মধ্যে মুক্তিপণের টাকা না দিলে অপহৃত মাসুদকে হত্যা করে লাশ ১০ টুকরা করা হবে বলে হুমকি দেয়া হয়।

পরে অপহৃত মাসুদের মা তার অত্মীয় স্বজন থেকে মুক্তিপণের টাকা যোগাড় করে মোহাম্মদ আফসার নামে এক অপহরণকারীর হাতে তুলে দেন। অপহরণকারীরা ৫টার দিকে চট্টগ্রামের বারইয়ার হাট এলাকায় অপহৃত আসলাম উদ্দিন মাসুদকে ছেড়ে দেয়।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জম হোসেন জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশের মসিুদকে উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আফসারকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *