এক গানের খরচ ৪০ লাখ টাকা…!

image_73065.jeetজিতের আগামী ছবি ‘গেম’-এর টাইটেল গানের চিত্রগ্রহণে খরচ হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। ভারতের বোলপুরে গানটির চিত্রায়নের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা এই সময়।
টাইটেল গানটির সুর করেছেন জিত্‍ গঙ্গোপাধ্যায় এবং গেয়েছেন জাভেদ আলী। শুটিংয়ের দিন তাপমাত্রা ছিল প্রায় ৩৮-৩৯ ডিগ্রি। স্বভাবতই সুযোগ পেয়ে খালি গায়ে গানটির অনেক দৃশ্যেই শট দিয়েছেন জিৎ। চিত্রায়নের জন্য হাইওয়ের ওপর সেনাবাহিনীর আটটি ট্রাকের এক কনভয় হাজির করা হয়। এই সেনা ভর্তি ট্রাক আসলে সত্যি সত্যিই আর্মির ট্রাক নয়। পানাগড়, মুর্শিদাবাদ অঞ্চলের কিছু শক্তিমান ট্রাক নিয়ে সেগুলোতে ছোটখাটো পরিবর্তন করে এবং রং পালটে বানিয়ে ফেলা হয় আর্মি ট্রাক ৷
গানটির কোরিওগ্রাফি করেছেন পরিচালক বাবা যাদব নিজেই। গানের জন্য তাঁর প্রয়োজন ছিল ৮০ থেকে ১০০ জন নাচিয়ে। তাই কলকাতা এবং মুম্বাই দুই শহর থেকেই সেরা ড্যান্সারদের হাজির করা হয় বোলপুরে। তাঁরাই পরেছেন সেনাবাহিনীর ইউনিফর্ম। তাই কনভয়ের জাওয়ানদের মধ্যে হাসিখুশির ভাবটা আছে। গড়পড়তা জাওয়ানদের মতো মুখ গম্ভীর নয় তাঁদের। আঁচ করতে পারছেন নিশ্চয়ই, ‘গেম’-এর এই টাইটেল ট্র্যাকের আয়োজন পর্বই ছিল এলাহি। জিৎ অভিনীত এমন কোনো ছবির কোনো একটি গানের পেছনে এটাই আজ পর্যন্ত সবচেয়ে বেশি অঙ্কের লগ্নি। দুবাইতে শুট করা ‘গেম’-এর অন্যান্য গানের চেয়েও কয়েকগুণ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *