আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম রিপন (আনারস) নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১১ হাজার ৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রাথী মাহাতাব উদ্দিন সওদাগর (কাপ-পিরিচ) পেয়েছেন ১ হাজার ৩৪৩ ভোট। নির্বাচনের রিটার্নিং অফিসার ফেরদৌস আলম এ ফলাফল নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. আব্দুর রশিদ মণ্ডল (মাইক) সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। গত ১৯ মার্চ প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহমেদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।