‘বিরক্তিকর স্পেনই ইতালিকে হারিয়েছিলো’

xavi-swadeshnews24

স্পেনের খেলার ধরন নিয়ে সমালোচকদের তীর্যক কথামালা কম ছড়ায়নি বাতাসে। তারপরও এ বিষয়ে বিচলিত নন দলের অন্যতম ভরসা মধ্যমাঠের সেনানি জাভি। তিনি বিশ্বাস করেন গত কনফেডারেশন্স কাপ থেকে অনেক কিছুই শিখেছে তার দল।

সমালোচকদের উদ্দেশে জাভি বলেন, “বিরক্তিকর স্পেনই কিন্তু ইতালিকে হারিয়েছিলো, সেটা ভুললে চলবে না।”

আরেকটি বিশ্বকাপের আগে স্পেন যখন শিরোপাটা নিজেদের কাছে রেখে দেওয়ার জন্য নিবিড় অনুশীলনে মগ্ন, তখন এসব সমালোচনা বেশ বিরক্তই করেছে জাভিকে।

২০১২ সালের ইউরো কাপ থেকেই নতুন ধরনের পদ্ধতিতে খেলছে স্পেন। তখন থেকেই সমালোচনায় মুখর সমালোচকরা।  যদিও ওই আসরের ফাইনালে ইতালিকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে স্পেনই। তারপরও বন্ধ হয়নি সমালোচকদের তীর্যক কথার আঘাত।

কিছুটা বিরক্ত হলেও বিশ্বকাপের আগে সমালোচকদের কথার দিকে মনোযোগ দিতে চান না জাভি। নিজেদের খেলার ধরনটা আরো ভালোভাবেই প্রয়োগ করতে চান তিনি। তাতেই যদি সমালোচকদের সেরা জবাবটা দেওয়া যায়, তবে মুখ খুলে লাভ কী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *