কর্ণেল সাঈদ ও মেজর আরিফের আরো ৭ দিনের রিমান্ড আবেদন

7murdar_sm_swadeshnews24

নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় র‌্যাবের চাকরিচ্যুত সদস্য লে. কর্ণেল তারেক সাঈদ ও মেজর আরিফ হোসেনের বিরুদ্ধে আরো ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে এই মামলায় তাদের ৮ দিনের রিমান্ডে নিয়ে  জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গত ২২ মে তাদের রিমান্ডে নেওয়া হয়। 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ও আইনজীবী চন্দন সরকার সহ সেভেন মার্ডারের ঘটনায় গত ১৬ মে রাতে ঢাকা সেনানিবাস থেকে এ দুইজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৭ মে তাদের দুইজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। সেদিন শুনানি শেষে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ এপ্রিল ৪ সহযোগী সহ অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম। একই দিন অপহৃত হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক। নিখোঁজের চারদিন পর ৩০ এপ্রিল বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে তাদের বস্তায় বাঁধা লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় নজরুলের প্রতিদ্বন্দ্বী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আরেক কাউন্সিলর নূর হোসেনসহ স্থানীয় র‌্যাব-১১কে দায়ী করে নিহতদের পরিবার। 

পরে অভিযোগের ভিত্তিতে তারেক সাইদ ও আরিফ সহ র‌্যাবের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় নেয় সরকার।নূর হোসেন বর্তমানে পলাতক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *