৬০তম জন্মদিন পালন করেছেন পঙ্কজ কাপুর

shahid kapoor with Her Father

বলিউড়ের জনপ্রিয় শহীদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর সম্প্রতি তার ৬০তম জন্মদিন পালন করেছেন। শহীদের বাবাও একজন খ্যাতিমান অভিনেতা। তাই বাবার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে গাড়ি উপহার দিলেন শহীদ। মুম্বাইয়ের জুহু শহরের একটি নাইট ক্লাবে বাবার জন্মদিনের অনুষ্ঠান হয়। তখন বাবাকে একটি মার্সেডিস গাড়ি উপহার দেন শহীদ।

জন্মদিনের অনুষ্ঠানে শুধু তাদের কয়েকজন নিকট আত্মীয় উপস্থিত ছিল। উপস্থিত তারকাদের মধ্যে ছিলেন বিদ্যা বালান, দিয়া মির্জা, বিধু বিনোদ চোপড়া ও সুধীর মিশরা।

এ বিষয়ে শহীদ ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, বাবাসহ সব কাছের মানুষদের সঙ্গে অনেকদিন পর একসঙ্গে মিলিত হতে পেরেছি। সময়টা বেশ ভালো কেটেছে অামার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *