বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার বাংলাদেশে কোনো গণতন্ত্র চায় না বলেই খাদ্য বিতরণ কর্মসূচিতে বাধা দিচ্ছে' বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে রাজধানী লালবাগ চৌরাস্তায় খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,"আওয়ামী লীগ সরকার একটি ফ্যাসিবাদী সরকার। জালেম সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে আরো একবার তাদের ফ্যাসিবাদী আচরণ প্রকাশ করলো।"
তিনি বলেন,"বর্তমান অবৈধ সরকারের উদ্দেশ্য একটাই ক্ষমতায় টিকে থাকতে হবে, কেউ যাতে বহুদলীয় রাজনীতি না করতে পারে সেজন্য হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে অন্তরীণ করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দেয়া হচ্ছে।"
তিনি অভিযোগ করে বলেন,"সরকার আসলে বিরোধী মতামতকে পছন্দ করে না। তাই সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। এটাই আওয়ামী লীগের চরিত্র। আর আজকের এই বাধা প্রদান তারেই প্রমাণ।"