নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় গঠিত তদন্ত কমিটির তদন্তের অগ্রগতির প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে।
বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এই অগ্রগতির প্রতিবেদন দাখিল করা হয়। একই সাথে র্যাব, পুলিশ ও সিআইডির তদন্তের অগ্রগতির প্রতিবেদনও জমা দেয়া হয়েছে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জন অপহৃত হন। এর তিনদিন পর তাদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।