ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও হিসেবে ২০০ কোটি হিটের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করলো ‘গ্যাংনাম স্টাইল’। গ্যাংনাম স্টাইলের জন্ম দিয়ে অদম্য, অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে চলেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপস্টার সাই। শনিবার মধ্যরাতের সামান্য আগেই ২০০ কোটি অতিক্রম করে ভিডিওটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
এ খবর লেখা পর্যন্ত ইউটিউবে গ্যাংনাম স্টাইলের ভিডিওটির দর্শক সংখ্যা দাঁড়ায় দুই কোটি চৌত্রিশ লাখ সাচল্লিশ হাজার একশ তেষট্টি (২,০০৩,৪৪৭,১৬৩)। একই সঙ্গে ৩ কোটি ৮০ লাখ হিট নিয়ে মিউজিক ভিডিওটি একদিনে সর্বোচ্চ হিট ও গড়পড়তায় সর্বোচ্চ হিটের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে। সাইয়ের আরও কয়েকটি মিউজিক ভিডিও রয়েছে ইউটিউব হিট লিস্টের টপ চার্টে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে 'গ্যাংনাম' বলে একটা এলাকা আছে। সেখানকার বিলাসবহুল জীবনযাপনকারীদের ব্যঙ্গ করেই এ গান গাওয়া হয়েছে। গানটির কথা যতটা না মজার, তার চেয়ে বেশি অদ্ভুত সঙ্গীতশিল্পী সাইয়ের ঘোড়া-নাচ। অদ্ভুতুড়ে এ নৃত্যশৈলী কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব। তবে বিস্ময়ের দ্যুতি ছড়ানো এই গানটি প্রকাশের আগে সাইয়ের কোনো তারকাখ্যাতি ছিল না। আর আজ তিনি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত মুখ।
২০১২ সালের জুলাইয়ে রিলিজ হওয়ার পর গ্যাংনাম জ্বরে কেঁপেছে বিশ্ব, কাঁপছে আজো। এরই ধারাবাহিকতায় সাইয়ের গাওয়া এ গান এখন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ভিডিও। শুধু সঙ্গীতপ্রেমীরাই নয়, টি-২০ ওয়ার্ল্ড কাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ, ফিলিপাইনের কারাবন্দিরা, চীনের জনপ্রিয় শিল্পী আই ওইওই, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, চীনা রোবট, বলিউডের নায়ক অমিতাভ বচ্চন, শাহরুখ খানসহ মহাতারকাদের অনেকে এখন গ্যাংনাম জ্বরে আক্রান্ত। এ গান নিয়ে অনেক জায়গায় প্যারোডি ভিডিও বানানো হয়েছে। যুক্তরাজ্যের ইটন কলেজের ছাত্ররা এবং টিভি সিরিজ স্টার ট্রেকের ভাষা লিংঅনে গ্যাংনাম স্টাইল গাওয়া প্যারোডি বেশ পরিচিতি লাভ করেছে।
গ্যাংনাম স্টাইল সাইয়ের ষষ্ঠ স্টুডিও অ্যালবাম সাই-৬ (ছয় বিধি)-এর প্রথম একক অ্যালবাম, পর্ব ১ হিসেবে গানটি জুলাই ২০১২ সালে মুক্তি পেয়েছে এবং দক্ষিণ কোরিয়ার জেন চার্টে নম্বর এক হিসেবে আত্মপ্রকাশ পায়। ২০১২ সালের ২১ ডিসেম্বর 'গ্যাংনাম স্টাইল' ইউটিউব-এর প্রথম ভিডিও যা বিলিয়ন মানুষ দেখেছেন।
সাই ছাড়া একমাত্র জাস্টিন বিবার ১০০ কোটি হিটের মাইলফলক অতিক্রম করেছেন। তবে সাইয়ের সঙ্গে তার ব্যবধানটা বিস্তর। ইউটিউবে বিবারের ‘বেইবি’ শীর্ষক মিউজিক ভিডিওটি রয়েছে দ্বিতীয় স্থানে। সর্বশেষ খবরে এর দর্শক সংখ্যা একশ চার কোটি বিশ লাখ তেষট্টি হাজার আটশ এক (১,০৪২,০৬৩,৮০১)।