বাজেট বক্তৃতা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে অর্থ বিল- ২০১৪ সংসদে উত্থাপন করেন। সরকারের আর্থিক প্রস্তবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়।
বিলে স্টাম্প এ্যাক্ট ১৮৯৯, কাস্টমস আইন-১৯৬৯, আয়কর অধ্যাদেশ-১৯৮৪, মূল্য সংযোজন কর আইনসহ-১৯৯১, কয়েকটি আইনের বেশ কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বিলটি আগামী ২৯ জুন পাস হবে।