২০১৪-১৫ অর্থ বছরে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে সোনা আমদানিতে শুল্ক বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
তিনি বলেন, “দেশে স্বর্ণ চোরাচালান খুব বেশি বেড়ে গেছে। এর মধ্যে মার্চে ও এপ্রিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথাক্রমে ১০৬ ও ১০৫ কেজি স্বর্ণ আটক করা হয়েছে। অন্যদিকে বৈধ পথে যাত্রী প্রতি ২০০ গ্রাম স্বর্ণালংকার বিনা শুল্কে আনতে পারে এবং ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণবার প্রতি ভরিতে ১৫০ টাকা শুল্ক পরিশোধ করে আনতে পারে।”
অর্থমন্ত্রী প্রস্তাব করে বলেন, “বিনা শুল্কে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার এবং অতিরিক্ত সর্বোচ্চ ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার যাত্রী প্রতি ভরিতে তিন হাজার টাকা করে শুল্ক পরিশোধ করে আনতে পারবে।”