নতুন অর্থবছরের বাজেট পরিকল্পনা যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শুক্রবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যে আর্থিক কাঠামোর ভিত্তিতে বাজেট পরিকল্পনা করা হয়েছে তা যথেষ্ট শক্তিশালী নয়। এছাড়াও রাজস্ব আদায়ের যে পরিকল্পনা করা হয়েছে তা আদায় নিয়েও সংশয় রয়েছে।”
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “ব্যাক্তিখাতের বিনিয়োগ কতখানি দুর্বল তা আমরা সিপিডি’র পক্ষ থেকে বার বার বলেছি। এখনো ব্যাক্তিখাতের ঋণের প্রবাহের ধীর গতি পরিলক্ষিত হচ্ছে।”
“বেশ কয়েক বছর ধরে কালো টাকা সাদা করার বিধান তারা অব্যাহত রেখেছেন, এটা কোনোভাবেই সঠিক হয়নি বলে আমি মনে করি” উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, “একদিকে আমরা কর বাড়াবো। করের হার বাড়াবো। কিন্তু অন্যদিকে যারা কর ফাঁকি দিবে, তাদের সুযোগ করে দিব। এটি কোনভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।”