উত্তর প্রদেশে ধর্ষণকে স্বীকৃতি দিলেন মন্ত্রী!

একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে ভারতে। আন্দোলন-প্রতিবাদে উত্তাল দেশটির বিভিন্ন শহর। এরইমধ্যে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিলেনrapস্বরাষ্ট্রমন্ত্রী।

উত্তর প্রদেশের আইন ও বিচার বিভাগীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা বাবুলাল গৌড় বলেন, ধর্ষণ একটি সামাজিক অপরাধ। তবে কখনো কখনো এটি ঠিক আছে! আবার কখনো কখনো ভুল!

তিনি সাংবাদিকদের বলেন, ধর্ষণ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কোনো অভিযোগ করা না হয়, ততক্ষণ কিছুই হয় না। পুলিশের কাছে অভিযোগ দিলেই ধর্ষণ বলে মনে করা হয়।

গত সপ্তাহে উত্তর প্রদেশের ১২ ও ১৪ বছর বয়সী দুই কিশোরীকে ধর্ষণ ও হত্যা নিয়ে রাজ্য যখন উত্তপ্ত এমন সময় তিনি এ মন্তব্য করলেন।

সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির এমন বিতর্কিত মন্তব্যে স্থানীয় পুলিশ ও প্রশাসন কঠোর সমালোচনা মুখোমুখি হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *