আমাজনের স্মার্টফোন আসছে

: এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
: ১০ years ago

f074a187b1660b03aaa197eea12570ab-AMAZON-SMARTPHONEজনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট আমাজন এবার নতুন প্রযুক্তির স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। যদিও এ ফোনটির কথা অনেক দিন ধরেই বলা হচ্ছে৷ তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমাজন। বাজারে আসার আগেই আলোচনা চলছে আমাজনের নতুন স্মার্টফোন নিয়ে।
তথ্য অনুযায়ী আমাজনের নতুন ফোনটি হবে পর্দাবিহীন থ্রিডি সুবিধার হলোগ্রাফিক ফোন। তাই নতুন এ স্মার্টফোনটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। নতুন এ স্মার্টফোনে থাকছে দারুণ সব বৈশিষ্ট্য। এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, দুই গিগাবাইট র‌্যাম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাসহ নানা কিছু৷ গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এ স্মার্টফোনে ত্রিমাত্রিক আবহ পেতে বিশেষ কোনো থ্রিডি চশমা লাগবে না। বিশেষভাবে সাজিয়ে নেওয়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত নতুন এ ফোনের ঘোষণা যুক্তরাষ্ট্রের সিয়াটলে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে ১৮ জুন৷
নতুন এ স্মার্টফোনের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে আগ্রহীদের কাছ থেকে আবেদনও নেওয়া শুরু করেছে আমাজন। নতুন এ স্মার্টফোন নিয়ে বিশেষ এক ভিডিও (  http://goo.gl/zLUuRE   )  প্রকাশ করা হয়েছে। এতে দেখানো হয়েছে ব্যবহারকারীরা এ ফোন পেয়ে কেমন উৎসাহিত। তবে তাদের হাতে কী আছে, সেটি ভিডিওতে দেখানো হয়নি। নতুন স্মার্টফোন বাজারে আনার ব্যাপারে আমাজনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীদের কেনাকাটার নতুন অভিজ্ঞতা দিতেই আমাজনের স্মার্টফোন বাজারে আনা হচ্ছে। এতে করে আমাজানের নিজস্ব অ্যাপ স্টোর থেকে অ্যাপ কিনতে পারবেন ব্যবহারকারীরা। নতুন স্মার্টফোনের দাম কেমন হবে, সেটি জানা যায়নি।
—টেকক্র্যাঞ্চ ও ভেঞ্চারবিট অবলম্বনে কাজী আলম