‘হট’ রুপে রগরগে দৃশ্যে ফিরছেন তনুশ্রী দত্ত

tanusree‘আশিক বানায়া আপনে’ দিয়ে আলোচনায় আসা তনুশ্রী দত্ত সিনেমা থেকে একেবারে হারিয়েই গিয়েছিলেন। তবে আবার তিনি ফিরছেন। তাও আবার সেই পুরনো ‘হট’ রুপে।

জানা গেছে, মহেশ ভাটের নতুন একটি সিনেমায় তনুশ্রী তার অন্য একটি ছবিতে অভিনয় করছেন। ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘কিসসা’। তবে এই নাম পরিবর্তন করার চিন্তাভাবনাও রয়েছে। ছবিতে রণদীপ হুদার বিপরীতে দেখা যাবে তনুশ্রীকে। এদিকে এ ছবিতে অভিনয় করতে গিয়ে এরই মধ্যে একাধিক রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে রণদীপ হুদার সঙ্গে বিছানা দৃশ্যে আবারও দুঃসাহসিক তনুশ্রীকেই খুঁজে পাওয়া যাবে। এই দৃশ্যগুলো একদমই সাবলীলভাবে করেছেন তিনি।

আর এর শুটিংয়ে অংশ নেয়ার জন্যই দীর্ঘদিন পর ভারতে অবস্থান করছেন তনুশ্রী। মহেশ ভাটের এ ছবিটি গড়ে উঠেছে একজন তরুণীর প্রেমকাহিনী নিয়ে, যে কিনা এক সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর এই ভয়ঙ্কর তরুণীর ভূমিকাতেই দেখা যাবে তনুশ্রীকে।

তনুশ্রী বলেন, আমাকে দর্শক আবেদনময়ীরূপে দেখতে পছন্দ করেন। এ ছবিতেও তাই সেভাবে উপস্থাপন করা হয়েছে আমাকে। তবে আমি সব সময়ই রগরগে দৃশ্যে বেশ সাবলীল। উপভোগ করে এসব দৃশ্যে পারফরমেন্স করি, যেন মেকি মনে না হয়। রণদীপ হুদাও এক্ষেত্রে বেশ কোঅপারেটিভ ছিলেন। আশা করছি দর্শকদের ভাল লাগবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *