১৯ সালের আগে আলোচনা নয়: হাছান মাহমুদ

hasan mahmud_swadeshnews24আগামী ২০১৯ সালের আগে কোনো আলোচনা নয়। তাদের সঙ্গে আমরা আলোচনা করতে যখন রাজি ছিলাম তখন তারা আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

‘বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত’ খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দেশরত্ন সেবক পরিষদ আয়োজিত চলমান রাজনীতি, ঘোষিত বাজেট প্রস্তাবনায়- জনগণের প্রত্যাশা পূরণ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, আপনারা যদি যুদ্ধাপরাধীদের ছেড়ে জাতির কাছে আপনাদের ভুল স্বীকার করে ক্ষমা চান, তাহলে আমরা জাতির স্বার্থে আলোচনা করতে ভেবে দেখব।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, যারা হতাশায় ভোগে তারা জাতিকে হতাশ করতেই বলছে, বাজেট উচ্চাভিলাষী। কিন্তু আমরা উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন করতে পারি বলেই আমাদের এমন বাজেটের প্রস্তাবনা। গত বছরের বাজেট ৯৭ ভাগ বাস্তবায়ন করে তার প্রমাণ দিয়েছি।

তিনি বলেন, বাজেট বিশ্লেষণ না করেই বিএনপি-জামায়াত জোট ও কিছু বুদ্ধিজীবী এর সমালোচনা করছে। তারা বাজেট প্রস্তাবের আগেও করেছে এখনো করছে।

বুদ্ধিজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ পড়েন তারপর সমালোচনা করেন। আপনাদের ভালো পরামর্শ থাকলে আমাদের বলেন আমরা তা মেনে নেব।

তিনি আরো বলেন, আমি শুনেছি খালেদা জিয়া অসুস্থ, বিদেশে যাবেন। তাই আশা করি, তিনি চিকিৎসা করে শারীরিক অসুস্থের সঙ্গে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসবেন।

আলোচনা সভায় দেশরত্ন সেবক পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *