ময়মনসিংহ: চলতি বছরে ময়মনসিংহ জেলা যুবলীগের সম্মেলন ১৫ সেপ্টেম্বরের আগেই ৮ টি উপজেলা ও ময়মনসিংহ শহর যুবলীগের কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার ময়মনসিংহ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.এ.কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ২০০৪ সালে অধ্যাপক গোলাম সরোয়ারকে সভাপতি ও এম.এ.কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহ জেলা যুবলীগের ৩ বছর মেয়াদী কমিটি গঠিত হয়।
এরপর গত ১০ বছরে ময়মনসিংহের নান্দাইল, ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও ফুলবাড়িয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হলেও বাকী রয়েছে আরো ৮টি উপজেলার কমিটি গঠন।
সম্প্রতি জেলা ছাত্রলীগের ৪ বছর মেয়াদী কমিটি ভেঙে দিয়ে হঠাৎ নতুন কমিটি গঠন করায় নড়েচড়ে বসেছেন যুবলীগের নেতা-কর্মীরাও। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের জোর প্রস্তুতিও শুরু হয়েছে সংগঠনটিতে।
এর আগে সোমবার শহরের রাইফেলস ক্লাবে ময়মনসিংহ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই জেলা যুবলীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে ময়মনসিংহ শহর, জেলার ৮ টি উপজেলা ও ইউনিয়নসমূহে ১৫ সেপ্টেম্বরের আগেই নতুন কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।