৮০ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার ২

Gold bars are displayed at a gold jewellery shop in the northern Indian city of Chandigarhরাজধানীর পল্টন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৮০ পিস স্বর্ণের বারসহ চোরাচালান চক্রের দুই সদস্য শামসুদ্দিন (৫০) ও কামরুলকে (৪৮) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহাদ জানান, গত ২ জুন স্বর্ণ চোরাচালান চক্রের মূল হোতা লিটনসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। এদের দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে স্বর্ণ চোরাচালান চক্রের অনেকের নাম উঠে আসে। শামসুদ্দিন ও কামরুল তাদের মধ্যে অন্যতম। পরে গোপন সংবাদের ভিত্তির গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মিনহাজুল ইসলামের নেতৃত্বে পল্টনের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *