বৈশাখী টেলিভিশনে আজ রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক জয়িতা। এতে অভিনয় করেছেন ভিট চ্যানেল আই টপ মডেল তারকা সানজিদা তন্ময়। নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
কোথাও যাচ্ছেন মনে হয়?
আমি এখন গাড়িতে। ব্যক্তিগত কাজে একটু বাইরে যাচ্ছি। আজ কোনো নাটকের শুটিং নেই।
কী কী কাজ করলেন?
সাইফ চন্দনের টার্গেট এবং ডি এ তায়েবের পরিচালনায় অন্তহীন নামে দুটি এক ঘণ্টার নাটকে কাজ করেছি। আগামী ১৮ ও ১৯ তারিখে আরেকটা ঈদের কাজ করব। এ ছাড়া হাতে বেশ কিছু স্ক্রিপ্ট আছে। কথাবার্তা মিলে গেলে কাজগুলো করব।
ধারাবাহিকের কাজ কেমন করছেন-
নির্বিকার মানুষ, ডিবি, সখি ভালোবাসা কারে কয়, শূন্য থেকে শুরু, দহন, জয়িতা ও থানার নাম শনির আখড়া ধারাবাহিকে কাজ করছি। এ ছাড়া আর কোনো নতুন ধারাবাহিক শুরু হয়নি।
জয়িতা নাটকটি আজ প্রচার হবে। এখানে আপনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন?
হ্যাঁ, ঠিকই বলেছেন। এখানে আমি পরিবারের ছোট মেয়ে। মায়ের সঙ্গে ভাইয়ের বউদের ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। সব সময় কূটনামি করি।
বাস্তবে কি কখনও কারও সঙ্গে এমন করেছেন?
না, আমি ব্যক্তিগত জীবনে খুবই শান্ত। সব সময় চুপচাপ থাকি।
নেগেটিভ চরিত্রে অভিনয় উপভোগ করেন কেমন?
ভিলেন আমার খুব পছন্দের চরিত্র। আমি আরও নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাই। কারণ নেগেটিভ চরিত্রের মাঝে অনেক ধরনের কাজ করতে হয়। নিজেকে ভাঙা যায়। অভিনয় দক্ষতা বাড়ে। তাই নেগেটিভ চরিত্রের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে।
আপনি তো সিনেমায় কাজ করছেন-
রিজায়ুল রিজুর পরিচালনায় সিনেমার নাম বাপজানের বায়োস্কোপ। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম। সিনেমার গল্পটি অনেক শক্তিশালী। ইতোমধ্যেই এর প্রথম লটের কাজ শেষ হয়েছে। এ ছাড়া তিনটি গানের কাজও শেষ। শিগগিরই আবারও এর কাজ শুরু হবে। আমার বিশ্বাস দর্শকরা ভালো একটি সিনেমা দেখতে পারবে।
সিনেমায় নিয়মিত হবেন?
ইতোমধ্যেই ছয় থেকে সাতটি সিনেমার অফার পেয়েছি। সব কাজ তো আর করা যায় না। ভালো গল্প ভালো পরিচালক হলে অবশ্যই সিনেমায় নিয়মিত কাজ করব।
সাক্ষাত্কার : এ মিজান
প্লেয়িং উইথ
কালারস
নিজস্ব প্রতিবেদক
অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে চলছে চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পীর ‘প্লেয়িং উইথ কালারস’ শিরোনামের একক চিত্রপ্রর্দশনী। গত ৭ জুন প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। এতে বাপ্পীর সাম্প্রতিককালের আঁকা ৪৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এটি শিল্পীর পঞ্চম প্রদর্শনী। ৩০ জুন পর্যন্ত প্রদর্শনী চলবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উম্মুক্ত থাকবে। বাপ্পীর প্রদর্শনীতে প্রাচ্যরীতির কাজের মধ্যে রয়েছে প্রকৃতির ছোঁয়া। ক্যানভাসে প্রকৃতির শান্ত মেজাজ ও রংয়ের সঙ্গে প্রকৃতির একটি বন্ধুত্বসুলভ ব্যবহার লক্ষ করা যায়। মানুষের মনের আবেগগুলো তার দক্ষ হাতের ছোঁয়ায় ক্যানভাসে মূর্ত হয়ে উঠেছে। ক্যানভাসে স্কেচ ও স্বচ্ছ রংয়ের ব্যবহার চিত্রকর্মগুলোকে স্বতন্ত্রের মর্যাদা দান করেছে।