ঝিনাইদহে আঃ লীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আহত ১

Jhenidah-03-4-275x300ঝিনাইদহে সিরাজুল ইসলাম রিন্টু মুন্সী (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার কুশোবাড়ীয়া বাজারের কাটাখালী ব্রীজের নিকট এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এসময় আবদুল মজিদ নামে আরও একজন আহত হয়েছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রিন্টু সদর উপজেলার মাড়ুন্দি গ্রামের কাঠি মুন্সির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রিন্টু মুন্সী ফুরসন্দি ইউনিয়নের কুশোবাড়ীয়া বাজারে মনোহরী দ্রব্যের ব্যবসা করতেন। রাতে বাজারের আরেক ব্যবসায়ী আব্দুল মজিদকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে বাজার সংলগ্ন কাটাখালী ব্রীজের নিকট পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান রিন্টু মুন্সি। পরে সন্ত্রাসীরা তাদের দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় ব্যবসায়ীরা রিন্টুকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। আহত অপর ব্যবসায়ী আবদুল মজিদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালেক দাবি করেন, নিহত রিন্টু মুন্সি ও আহত মজিদ স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন। প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবি করেন তিনি।
তবে কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ কিছুই জানাতে পারেনি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ সদর থানার এসআই সালাহ উদ্দীন আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার তদন্ত শুরু করেছেন।
প্রসঙ্গত, ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার তিনটি গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছে। এতে প্রায় খুন-জখমের ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *