মানিকগঞ্জের শিবালয় উপজেলা শাওজানা গ্রামে মঙ্গলবার মধ্যরাতে ডাকাত সন্দেহে র্যাব হেডকোয়ার্টার্সের ১৪ সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী। আজ সকালে র্যাব-৪ এর কর্মতর্কারা থানায় এসে আকটকৃতদের ছাড়িয়ে নেন।
শিবালয় থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শাওজানা গ্রামে মঙ্গলবার মধ্যরাতে কালো গ্রাসের মাইক্রোবাস যোগে সাদা পোশাকে র্যাবের ৫ সদস্যর একটি টিম ঘোরাফেরা করতে থাকে। এসময় গ্রামবাসী ডাকাত সন্দেহে তাদের আটক করে। এ খবর র্যাব হেডকোয়ার্টার্সে পৌছালে রাতেই র্যাবের পোশাক পরিহিত আরো ৯ সদস্য ঘটনাস্থলে এসে গ্রামবাসীর কাছ থেকে আটককৃতদের ছাড়িয়ে নিতে এলে গ্রামবাসী তাদেরও আটক করে। পরে পোশাক ও সাদা পোশাক পরিহিত মোট ১৪ র্যাব সদস্যকে আটক করে শিবালয় থানায় সোপর্দ করে গ্রামবাসী। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, র্যাব-৪-এর কর্মকর্তারা শিবালয় থানায় এসে আটককৃত র্যাব সদস্যদের ছাড়িয়ে নিয়ে গেছেন। এ বিষয়ে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোন মন্তব্য করতে রাজি হননি।