পার্টিতে কঙ্গনার মাতলামি

27428_e2‘কৃষ-৩’ ছবির মাধ্যমে বলিউডে আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কঙ্গনা রানাউত। এটি ছিল গত বছরের অন্যতম একটি ব্যবসা সফল ছবি। হৃতিক রোশনের বিপরীতে এখানে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে কঙ্গনার, এমনটিই ভাবা হয়েছিলো। কিন্তু হয়েছে বিপরীত। ভুল সিদ্ধান্তই ছিল এর অন্যতম কারণ। ‘কৃষ-৩’-এর পর কঙ্গনার ‘রিভলভার রানী’ মুক্তি পায়। ছবিটি কঙ্গনাকে পিছিয়ে দিয়েছে কয়েক ধাপ। এখানে কেন্দ্রীয় চরিত্রে কাজ করলেও গল্পের কোন ধারাবাহিকতা ছিল না। তাছাড়া অ্যাকশনের সঙ্গে কমেডি যোগ করতে গিয়ে ভাড়ামি মনে হয়েছে পুরো ছবিটিকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যার ফলে সম্ভাবনা জাগানোর পরও নিজের ভুল সিদ্ধান্তের ফলে পিছিয়ে যান কঙ্গনা। এ ছবির মাধ্যমে সমালোচিত হওয়ার পরও নিজেকে শুধরাতে পারেননি তিনি। কিছুদিন আগেই একটি বিজ্ঞাপনে অর্ধনগ্ন হয়ে পোজ দিয়ে আবারও সমালোচনায় আসেন। তবে কঙ্গনার কাছ থেকে সমালোচনা পিছু ছাড়তে যেন নারাজ। আর তাইতো সমপ্রতি আবারও একটি কা- ঘটিয়েছেন তিনি। বলিউড প্রযোজকদের একটি পার্টিতে ছোট গাউন পরে খোলামেলা হাজির হন তিনি। সবকিছু ভালভাবেই চলছিলো। কিন্তু হঠাৎ করেই মদপান শুরু করেন তিনি। এটা অবশ্য কঙ্গনার জন্য নিত্যদিনের ব্যাপার। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন তার এই মদপান থামছিলো না। তাকে কয়েকজন বন্ধু মদপানে বাধা দিলে তাদের সঙ্গেও বাজে ব্যবহার করেন তিনি। কঙ্গনার এই মাতলামি কোনভাবেই বন্ধ করা যাচ্ছিল না। এরপর তার বন্ধুরা অনেকটা জোর করেই কঙ্গনাকে গাড়িতে তুলে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তবে মজার ঘটনা হলো, কঙ্গনা সকালে ঘুম থেকে উঠে সব ভুলে গেছেন। এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কি সব আজেবাজে বকছেন! আমি মদপান করে মাতলামি করবো কেন! এই না হলে কঙ্গনা রানাউত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *