২১তম জাতীয় শিশু দিবসে শিশু কিশোর মেলা আয়োজিত ‘বঙ্গবন্ধুকে নিয়ে গান’ প্রতিযোগিতায় এবার সারাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে নেত্রকোনার মুক্তারপাড়ার ছেলে রাফসান। একই আয়োজনে সে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছে। প্রথম স্থান অর্জনের জন্য রাফসান পেয়েছে স্বর্ণপদক এবং দ্বিতীয় স্থানের জন্য রৌপ্যপদক। গত ৬ই জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ প্রতিযোগিতায় রাফসান এই দু’টি সম্মাননা লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করে রাফসান। এদিকে গত মার্চ মাসে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৪’-তে রাফসান ভাটিয়ালি ভাওয়াইয়া পল্লীগানে ‘ক’ বিভাগ থেকে দেশের সব প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলো। উল্লেখ্য, রাফসানের বয়স মাত্র আট।