কবর খুঁড়ে পাওয়া গেল তিন হাজার বছরের পুরনো পায়জামা

Trouserchinaচীনের এক কবর খুঁড়ে বিজ্ঞানীরা উদ্ধার করলেন একখানা পায়জামা। বিজ্ঞানীদের দাবি, এই পায়জামা নাকি তিন হাজার বছরের পুরনো। চীনের তারিম বেসিনের ইয়ানঘাই কবরস্থানের গবেষকদের ধারণা এই পায়জামা পৃথিবীর প্রাচীনতম।
মনে করা হচ্ছে ৪০ বছর বয়সী এক যোদ্ধার এই পায়জামা। যিনি মৃত্যুর সময় এই পায়জামা পরেছিলেন। কবরের মধ্যে এই পায়জামার সঙ্গে কাঠের তৈরি ঘোড়ার জিন, একটি হুইপ ও একটি বর্শাও পাওয়া গেছে। পায়জামার কাটিং থেকে ধারণা করা যায় অনেকক্ষণ ধরে ঘোড়ায় চড়ার সুবিধার জন্য এইভাবে পায়জামা সেলাই করা হতো। তিনটি আলাদা কাপড়ের টুকরো দিয়ে সেলাই করা হয়েছে এই পায়জামা। একটি আয়তকার কাপড় যা কোমর থেকে নেমে গেছে গোড়ালি পর্যন্ত। সেলাই করার পদ্ধতি থেকে বোঝা যাচ্ছে এর জন্য কাপড় কাটার প্রয়োজন পড়েনি। এখনকার স্ট্রেট ফিট পায়জামার একেবারে প্রথম সংস্করণ বলে ধারণা করা হচ্ছে এই পাজামাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *