উপস্থাপনায়ও ব্যস্ত হয়ে উঠেছেন তানজিন তিশা!

Tanjin tisha_swadeshnews24সময়ের জনপ্রিয় ও আলোচিত মডেল তানজিন তিশা ব্যস্ত হয়ে উঠেছেন উপস্থাপনা নিয়ে। ইমরানের দ্বিতীয় একক অ্যালবাম ‘তুমি’ অ্যালবামেরই ‘শেষ সূচনা’ শিরোনামের গানটিতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন তানজিন তিশা। 

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে জনপ্রিয় হওয়ার পর এখন উপস্থাপনায়ও ব্যস্ত হয়ে উঠেছেন তানজিন তিশা। এবার তাকে উপস্থাপক হিসেবে পাওয়া যাবে ‘রূপকথা’ অনুষ্ঠানে।

মেয়েদের সৌন্দর্যচর্চা নিয়ে সাজানো অনুষ্ঠানটি অনেকদিন ধরে প্রচার হচ্ছে মাছরাঙা টিভিতে। এতদিন এটি উপস্থাপনার পাশাপাশি সৌন্দর্য বিষয়ক পরামর্শ দিয়ে এসেছেন রাইমা সুলতানা রিতা। এখন থেকে তিনি শুধু পরামর্শই দেবেন, আর উপস্থাপনার দায়িত্ব সামলাবেন তানজিন তিশা।

এ বিষয়ে তানজিন তিশা বলেন, ‘অনুষ্ঠানের ৩০টি পর্ব উপস্থাপনার দায়িত্ব পেয়েছি। ’রূপকথা’ দর্শকদের সামনে এই পর্ব থেকে আসছে নতুন আঙ্গিকে। সৌন্দর্যচর্চার পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখার জন্য থাকছে যোগব্যায়ামসহ বিভিন্ন পরামর্শ।’ 

1521344_665885560138295_680142900_n‘রূপকথা’য় তানজিন তিশাকে উপস্থাপক হিসেবে দেখা যাবে ১১ জুন থেকে। এই পর্বেও অতিথি অভিনেত্রী আজমেরি হক বাঁধন। অনুষ্ঠানটি প্রচার হবে বুধবার রাত ৯টা ২০ মিনিটে। প্রযোজনা করেছেন ফয়েজ রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *