পড়শী এবার রবি’র বিজ্ঞাপনের মডেল!

porshi_bg_402975584জনপ্রিয়  সংগীতশিল্পী পড়শী এবার  দেশের টেলিকম কোম্পানী রবি’র নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। ইন্টারনেট নিয়ে নতুন প্যাকেজের এ ভিডিওতে মডেল হবার পাশাপাশি কন্ঠও দিয়েছেন তিনি। গত ১০ জুন ঢাকার হাতিরঝিলে ভিডিওটির শুটিং হয়েছে।

এ বিষয়ে পড়শী বলেন, ‘ভিডিওতে আমাকে ও আমার ব্যান্ড বর্ণমালার মিঠু, কাইয়ুম ও দীপুকে দেখা যাবে। প্রথমে ইউটিউবে এবং পরে এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। রবির ইন্টারনেট নিয়ে এ ভিডিওটির পরিচালনা করেছেন রম্য খান। আশা করছি, কাজটি সবার পছন্দ হবে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *