সুন্দরগঞ্জে আসামীদের হাতে মামলার বাদিসহ ৫ পরিবার অবরুদ্ধ

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধ, মারামারি, অগ্নিসংযোগ প্রভূতি ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের হাতে বাদিসহ ৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। জানা গেছে, উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামের মৃত-দৌলত শেখের ছেলে নুরুজ্জামান শেখ এর সাথে প্রতিবেশী ফয়জার রহমানের ছেলে মুসলিম আলীর ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৫ ফেব্রয়ারী মুসলিম আলী কিছু সহযোগী নিয়ে জমি খন্ড দখল করতে যায়। এতে নূরুজ্জামানের লোকজন বাঁধা দিলে দু-পক্ষের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। একপর্যায়ে মুসলিম আলীসহ তার লোকজন নূরুজ্জামানের লোকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং বসতবাড়িতে ব্যাপক ভাংচুর, ঘরে অগ্নিসংযোগ, টাকা-পয়সা, জিনিসপত্র প্রভূতি লুট করে নিয়ে যায়। ঘটনার পর নূরুজ্জামান শেখ বাদি হয়ে মুসলিম আলীসহ ১০জনকে আসামী করে ৩ মার্চ কোর্টে সিআর মামলা দায়ের করেন (মামলা নং-সিআর ৮১/১৪)। কোর্টের নির্দেশে গত ১৪ মার্চ সুন্দরগঞ্জ থানা মামলাটি রেকর্ড করে। এদিকে মামলা করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে বাদিসহ ৫ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। ফলে বাদিসহ ৫ পরিবারের সদস্যরা জীবনের ভয়ে জিম্মি অবস্থায় গত ৭ দিন ধরে অবরুদ্ধ রয়েছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান,বাদি বিষয়টি জানায়নি। জানালেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *