নিবন্ধিতদের তালিকা অবিলম্বে ওয়েবসাইেটে প্রকাশের দাবি অন্যথায় এনটিআরসিএ ঘেরাও এর হুমকি শিক্ষকদের

humkiরাশেদ রাব্বি, নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে অনুষ্ঠিত বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা অবিলম্বে ওয়েবসাইটে প্রকাশ না করা হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এন.টি.আর.সি.এ) ঘেরাও করা হবে বলে হুমকি দিয়েছে বাংলাদেশ শিক্ষাক সমিতি। গতকাল বুধবার সংগঠনের সভাপতি ও শিক্ষক কর্মচারী সংগ্রামী ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী মো. নজরুল ইসলাম রনি এবং ভারপ্রাপ্ত মহাসচিব মো. রিয়াজ উদ্দিন এক যৌথ বিবৃতিতে এই হুমকি প্রদান করেন।

বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ ২০১৩ সালে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের তালিকা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, এনটিআরসিএ’র গাফিলতির কারনে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) এমপিও ভূক্তির সময় মারাÍক হয়রানির শিকার হচ্ছেন। তারা বলেন, বেসরকারী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সঠিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই শিক্ষকরা এমপিও ভূক্তির আশায় মাউশিতে বিধি মোতাবেক কাগজপত্র জমা দিয়েও ওয়েবসাইটে তালিকা না থাকায় এমপিও ভূক্তি হতে পারছেন না। এতে শিক্ষক সমাজে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি দারুন ভাবে ক্ষুন্ন হচ্ছে।
শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে ২০১৩ সালে উত্তীর্ণ শিক্ষকদের এমপিও ভূক্তির সুবিধার্থে বেসরকারী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে তালিকা প্রকাশ এবং দূর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান। অন্যথায় শিক্ষক সমাজ এনটিআরসিএ অফিস ঘেরাওয়ের মতো কর্মসূচি পালনের ঘোষণা দেন।
শব্দ: ১৮৭

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *