থাইল্যান্ডে নির্বাচন আগামী বছর

: এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
: ১০ years ago

ucha-intro-311x186থাইল্যান্ডের সামরিক জান্তা দেশটির রাজনৈতিক সংস্কার তত্ত্বাবধান করার জন্য সেপ্টেম্বর নাগাদ অন্তর্বর্তী সরকার গঠন করবে। এর প্রায় এক বছর পর নির্বাচন হবে।

শুক্রবার দেশটির সেনাপ্রধান জেনারেল প্রায়ুত চান-ওচা এ কথা বলেন। তার নেতৃত্বেই ২২ মে দেশটির নির্বাচিত সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ঘটে।

বেসামরিক ব্যক্তি নাকি সামরিক কর্মকর্তাদের নিয়ে এই অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠিত হবে সে সম্পর্কে চান-ওচা কিছু জানাননি।

২০১৫ সালের বাজেট সম্পর্কে ব্রিফিংকালে তিনি কর্মকর্তাদের বলেন, ‘আগস্ট বা সেপ্টেম্বরের গোড়ার দিকে একটি নতুন সরকার গঠিত হবে।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী হবার বিষয়টি উড়িয়ে দেননি।

তিনি দেশবাসীর প্রতি বিনীত নিবেদন জানিয়ে বলেন, ‘দয়া করে ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন।’

তিনি আরো জানান, থাইল্যান্ডের জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে।