সপ্তাহখানেক আগের কথা। আন্তর্জাতিক শিশু দাতব্য সংগঠন স্মাইল ট্রেনের তহবিল সংগ্রহের লক্ষ্যে লন্ডন গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তখন সঙ্গে ছিলেন স্বামী অভিষেক বচ্চন, কন্যাসন্তান আরাধ্য, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দা। ওই অনুষ্ঠান আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্থা ক্যামেরন। ওইদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণে সেখানে অংশ নিতে পারেননি। তবে স্ত্রীর কাছে সাবেক বিশ্বসুন্দরীর গল্প শুনেছেন তিনি।
সামান্থাকে অ্যাশ জানিয়েছিলেন, ‘জাজবা’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি। এ তথ্য জেনে তৎক্ষণাৎ লন্ডনে ছবিটির দৃশ্যধারণের জন্য ৪০ বছর বয়সী ঐশ্বরিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
‘জাজবা’ টিম লন্ডনে গেলে বচ্চন পরিবারের ঘরণীর সঙ্গে সাক্ষাতের সুযোগ আর হাতছাড়া করবেন না বলে জানিয়ে রেখেছেন ডেভিড ক্যামেরন।