একরাম হত্যা: গাড়ির গতিরোধকারী গ্রেপ্তার

Arrest_sm_974415791ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় আবু বকর (২৮) নামের আরো এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোপূর্বে গ্রেপ্তার হওয়া আবিদুল ইসলাম আবিদসহ অন্যদের দেওয়া স্বীকারোক্তি মতে একাডেমি এলাকায় একরামের গাড়ির গতিরোধ করার সময় অন্যদের সাথে আবু বকরও ছিলো।

শুক্রবার বিকেলের দিকে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর নেতৃত্বে তাকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আবু বকর ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামের আবদুর রুপের ছেলে ও স্থানীয় যুবলীগ কর্মী।

একরাম হত্যার ঘটনার পর থেকে সে লক্ষীপুর ও কুমিল্লায় পলাতক ছিলেন। গত ৪ দিন আগে গোপনে সে তার শ্বশুর বাড়ি গিয়ে আত্মগোপন করে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোপূর্বে গ্রেপ্তার হওয়াদের স্বীকারোক্তি অনুযায়ী সে একরামের গাড়ির গতিরোধ করার সময় অন্যদের সাথে ছিলো। সে স্থানীয় সন্ত্রাসী রুটি সোহেলের সহযোগী। পুলিশ এখনো রুটি সোহেলকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন কোনো না কোনোভাবে হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। সাত জনকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। আবু বকরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আগামী রোববার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।

উল্লেখ্য, গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে একরামের ওপর হামলা, কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদি হয়ে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মামলায় গ্রেপ্তার একজন ছাড়া অন্য সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *