সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তবর্তী এলাকায় একটি অবৈধ অস্ত্রের বাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
দেশটির সরকারি টেলিভিশন জানিয়েছে, দেইর আয-যোর প্রদেশের কেন্দ্রীয় শহর মায়াদিনে সন্ত্রাসীদের একটি অস্ত্রের মার্কেটে বড় ধরনের বোমা বিস্ফোরণে ৩০ সন্ত্রাসী নিহত হয়েছে।
তবে সন্ত্রাসীদের একজন মুখপাত্র দাবি করেছেন, বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে এবং তারা সবাই বেসামরিক নাগরিক।
ইরাক সীমান্ত থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মায়াদিন শহরটি বর্তমানে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।
অবশ্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত সন্ত্রাসীদের মধ্যেই সাম্প্রতিক সময়ে ব্যাপক মতপার্থক্য ও সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে।
চলতি বছরের শুরুতে আল-কায়েদার সঙ্গে জড়িত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট ও আইএসআইএল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আইএসআইএল শেষ পর্যন্ত সিরিয়ায় টিকতে না পেরে ইরাকে তাদের তৎপরতা শুরু করেছে।
সম্প্রতি তারা ইরাকের দুটি শহর দখল করে নিয়েছে।