ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার দুই দিনের সফরে ভুটান পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সফরসঙ্গী হিসেবে মোদির সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পররাষ্ট্র সচিব সুজাতা সিংহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
শনিবার রাতে ভুটান যাওয়ার আগে নরেন্দ্র মোদি বলেন, ‘আমার সরকারের পররাষ্ট্রনীতিতে’ ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার স্থান পাবে।
তিনি বলেন, ‘ভারত ও ভুটানের মধ্যে অনন্য ও বিশেষ সম্পর্ক রয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে ভারতের সঙ্গে ভুটানের বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও নিবিড় করতে সে দেশকেই আমার প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নিয়েছি।’
এএফপি’র খবরে বলা হয়, সফরকালে ভুটানের রাজা জিগমে ওয়াংচুক-এর সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।
বৈঠকে বাণিজ্য ও জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে তিনি ভুটান পার্লামেন্টের যৌথ অধিবেশনে যোগ দেবেন।