কালশি হত্যার প্ররোচনাকারীরা শনাক্ত

kalsi-bohari hotta_swadeshnews24কালশির বিহারী ক্যাম্পে ১০ জনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্ররোচনাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত সহকারী কমিশনার (এডিসি) মঈনুল হাসান।

তিনি বলেছেন, “খুব শিগগিরই প্ররোচনাকারীদের আইনের আওতায় আনা হবে।”

সোমবার রাজধানী মিরপুরের কালশি বিহারী ক্যাম্প পরিদর্শণে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এডিসি হাসান আরো বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে শুধু বিহারীই নন, বাঙালিরাও আছেন। এদের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কালশি বিহারী ক্যাম্পে বিরাজমান আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ বাহিনী তৎপর রয়েছে।”

শবেবরাতের রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে শনিবার ভোরে সংঘর্ষ হয়। এতে আগুনে পুড়ে ও গুলিতে ১০ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *