মাশরাফি, তাসকিনদের বোলিং তোপে পুড়ছে ভারত

taskin_cricতাসকিনের তৃতীয় শিকারের পড়ে আরো চাপে পড়েছে ভারত। ১৪ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ৫৫ রান। ক্রিজে আছেন রায়না ও সাহা।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। বৃষ্টির আগে প্রথম পাঁচ ওভার দুই বলে ভারত করেছিল এক উইকেটে ১৪ রান। ব্যাটিং ক্রিজে ছিলেন উথাপ্পা ও পুজারা। মাঠ সর্বশেষ পরিদর্শন শেষে ম্যাচের আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা পুনরায় শুরু হবে বিকাল চারটায়। ম্যাচটি ৪১ ওভারে হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃষ্টির পর আবারো শুরু হয়েছিল খেলা। মাশরাফি, তাসকিনদের বোলিং তোপে দেখেশুনে ব্যাট চালাচ্ছিল ভারত। তবে তাসকিনের করা একটি বল উঠিয়ে মারতে গিয়ে উথাপ্পা ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। এটি তাসকিনের জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট। এরপরে জোড়া আঘাত হেনে এলবি’র ফাঁদে ফেলে অভিষিক্ত এই বোলার সাঝঘরে ফেরান রাইডুকে। এরপর তৃতীয় শিকার হিসেবে ফেরান পুজারাকে।

টসে হেরে এর আগে ভারতের হয়ে ব্যাটিং সূচণা করতে আসেন রবিন উথাপ্পা এবং অজিঙ্কা রাহানে। বাংলাদেশের হয়ে প্রথমে মাশরাফি বোলিংয়ের দায়িত্ব পান। প্রথম ওভারের দ্বিতীয় বলেই রাহানের উইকেটটি তুলে নিয়েছেন মাশরাফি। রাহানেকে এলবি’র ফাঁদে ফেলেন তিনি।

কমিয়ে আনা পাওয়ার প্লে’র আট ওভারে সফরকারীরা তুলেছে দুই উইকেটে ২৪ রান।

India 75/6 (17.3/41 ov)
Bangladesh
Bangladesh won the toss and elected to field
India RR 4.28
Last 5 ovs 23/3 RR 4.60

Current time 17:09 local, 11:09 GMT ODI Career
Batsmen R B 4s 6s SR This bowler Last 5 ovs
Akshar Patel (lhb) 8 3 2 0 266.66 8 (3b) 8 (3b)
Stuart Binny (rhb) 1 1 0 0 100.00 0 (0b) 1 (1b)
Mat Runs HS Ave
2 8 8*
3 1 1* 1.00
Bowlers O M R W Econ 0s 4s 6s This spell
Al-Amin Hossain (rmf) 2.3 1 14 0 5.60 11 3 0 0.3-0-9-0
Mashrafe Mortaza (rfm) 9.0 1 35 2 3.88 35 3 0 9-1-35-2
Mat Wkts BBI Econ
5 3 2/42 5.31
135 168 6/26 4.70

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *