সিঙ্গাপুরে পুতুল ভূত !

doll vootগাছের নিচে রাখা আছে একটি পুতুল। চোখ দুটো কাপড় দিয়ে বাধা৷ লম্বা কালো এক ঢাল চুল মাটিতে লুটিয়ে পড়ছে। গলায় একটি হারের সঙ্গে লকেট ঝুলছে৷ সিঙ্গাপুরে তখন সকাল দশ’টা। হঠাৎই এক পথচারির চোখে পড়ল অদ্ভূত পুতুলটি। গাছের নিচে দেখে এগিয়ে আসেন তিনি৷ ওই এলাকারই বাসিন্দা। দেখেন চোখে বাধা কাপড়ে আরবি ভাষায় কী যেন সব লেখা রয়েছে।

কী অদ্ভূত! বাধা চোখের দিকে তাকাতেই মনে হল কিছু যেন বলতে চাইছে পুতুলটি। তিনি ততটা গুরুত্ব দেননি। পর পর বেশ কয়েকজনই ওই পুতুলটিকে দেখেন৷ কাছে এসে আবার তারা চলে যান। কয়েকদিন পর থেকেই ওই এলাকায় একটি ফাঁকা বাড়ি থেকে শুনতে পাওয়া যেত এক মহিলার কণ্ঠস্বর। এই নিয়ে এলাকায় গুঞ্জনের সৃষ্টি হয়।

ব্যস্ত শহরে পুতুল ভূত। আতঙ্কে রাতের ঘুম চলেযায় সিঙ্গাপুরবাসীর। এ পুতুল দুপুরে গাছের নিচে বসে থাকে। কথা বলে রাতে। পুতুল ভূতের কাহিনী নিয়ে অনেক ছবিও হয়েছে। কিন্তু একেবারে চোখে দেখা পুতুল ভূত। ‘চাইলড প্লে’- নামে ইংরেজি ছবিতে যে পুতুলটিকে দেখা গিয়েছিল এটিও ঠিক তেমনই দেখতে। ফাঁকা ঘর থেকে মহিলার গলার শব্দ শুনে কয়েকজন বাসিন্দা রাতে যান সেই বাড়ির দরজার সামনে। হঠাৎই খুলে যায় সেই বাড়ির দরজা। সকালে যে পুতুল ছিল গাছের নিচে তাকেই দেখা যায় ওই ঘরের ভিতর।

এই ঘটনা নিজের চোখে দেখে রীতিমতো ভিরমি খেয়ে সিঁড়ি দিয়ে নেমে আসেন কোনও মতে। খবর দেওয়া হয় প্যারানরমাল সোস্যাইটিতে। এই ঘটনাটি নিয়ে গবেষনা চলছে। ফাঁকা বাড়িটিতে ঝোলান হয়েছে সাইন বোর্ড। তাতে লেখা রয়েছে ‘হনটেড হাউস’…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *